|
---|
রাহুল রায়, নতুন গতি, পূর্ব বর্ধমান:
গত ২০ শে ফেব্রুয়ারি বুধবার দুপুর ১টা নাগদ পূর্ব বর্ধমানের কাটোয়া পৌরসভার সাহায্য চাওয়ার নাম করে দেখা করতে এসে কাটোয়ার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উপর হামলার চেষ্টা করল ৬ জন মহিলা। অভিযুক্ত ৬ জন মহিলাকে আটক করে কাটোয়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে কাটোয়ার পৌরসভার কর্মীরা। ধৃত মহিলারা হিন্দি ও বাংলা উভয় ভাষায় কথা বলছিল বলে জানা গিয়েছে। কাটোয়া থানার পুলিশ আটক মহিলাদের জিঞ্জাসাবাদ শুরু করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন কাটোয়া থানার পুলিশ।