|
---|
শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির বীরভূমের লোকপুরে
সেখ রিয়াজউদ্দিন,নতুন গতি, বীরভূম: আজ৫ ই ফেব্রুয়ারি বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর থানার বুধপুর এক নম্বর অঙ্গন ওয়াড়ী কেন্দ্রের শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আর বি এস কে মেডিকেল অফিসার ডাঃ গৌতম মন্ডল। কেন্দ্রীয় সরকারের অধীনে স্কুল স্বাস্থ্য প্রোগ্রাম, এটা একটা রুটিন মাফিক কাজ। হার্ট সহ চল্লিশ রকম রোগের চিকিৎসা ও প্রয়োজনে বিনামূল্যে অপারেশন করা হয়। একান্ত সাক্ষাৎকারে এই কথা গুলো জানান ডাঃ গৌতম মন্ডল।এদিন উপস্থিত ছিলেন এই কেন্দ্রের অঙ্গনওয়াড়ী কর্মী নীলিমা ব্যানার্জী সহ স্থানীয় অভিভাবকবৃন্দ। চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষধ ও প্রদান করা হয়। হাতের নাগালে ডাক্তার বাবু কে পেয়ে স্বভাবতই শিশুদের নিয়ে মায়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।