তীব্র গরমকে উপেক্ষা করেই রক্তদান যুবকের

সংবাদদাতা : তীব্র গরমে ধুঁকছে সারা পশ্চিমবঙ্গ। আর সেই সঙ্গে চরম রক্ত সংকটের মুখোমুখি জেলা সহ রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকগুলি তবে একটুও ঘাটতি নেই রক্তের চাহিদার মধ্যে। প্রতিনিয়ত রক্তের জন্য দৌড়াদৌড়ি করছেন রোগীর পরিবারেরা। এইমত অবস্থায় বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন চৈতালি মন্ডল। তার প্রাণ বাঁচাতে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের এক ডাকে ৪১ডিগ্রি তাপমাত্রাতে সাগরদিঘী জোতকোমল থেকে বহরমপুর মেডিকেল ব্লাড ব্যাংকে এসে রক্তদান করলেন কিরণ শেখ। তিনি ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস ও সদস্য সাবিরুল শেখ এর উপস্থিতিতে রক্তদান করেন। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস এই তীব্র দাবদাহে বহরমপুরে এসে রক্তদান করার জন্যে কিরণ শেখকে কুর্নিশ জানাই।