রাজনগরে বন দপ্তরের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরে বনদপ্তরের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হল সোমবার।
    রাজনগর এলাকায় বহু দরিদ্র মানুষ রয়েছেন যারা অর্থাভাবে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না, সেসব মানুষদের কথা ভেবে এই রাজনগরের রেঞ্জার কুদরতে খোদার উদ্যোগে এবং রাজনগর ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী সমিতির সহযোগিতায় আয়োজিত এই শিবিরে আইকিউ সিটি দুর্গাপুর মেডিক্যাল কলেজ হসপিটালের চিকিৎসক ডক্টর আরিয়ান রাজ সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা করেন।

    উপস্থিত ছিলেন রেঞ্জার কুদরতে খোদা, বিট অফিসার মদন চন্দ্র গণ, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি সেখ নিজাম, সম্পাদক সেখ নাজু সহ সেখ মন্টু , সেখ সেলিম, জিকরিয়া আলম, গদাধর প্রসাদ লালা, সেখ মানিক, সেখ ফিরোজ, সেখ মিলু, বাসু গড়াই, শুভজিৎ সিংহ সহ
    অন্যান্যরা।


    স্থানীয় বহু মানুষ রাজনগর বনবিভাগের কক্ষে আয়োজিত এই শিবিরে এসে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান।
    স্থানীয়রা এই মানবিক সমাজসেবামূলক কর্মের জন্য সাধুবাদ জানান রেঞ্জার কুদরতে খোদা সহ কাঠ ব্যাবসায়ী সমিতির সদস্যদের।