আরবিক পাঠ্যক্রম চালু করার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

নতুন গতি নিউজ ডেস্ক: আরবিক পাঠ্যক্রম চালু করার দাবিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়তে বিক্ষোভ দেখান আশে পাশের স্কুলের ও মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের দাবি দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে এই বিষয় পদক্ষেপ নিতে বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং সেই কারণেই উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আরবি ভাষায় পাঠরত পড়ুয়ারা।

    উল্লেখ্য বিশ্বভারতী ভাষা ভবনে বিভিন্ন ভাষায় পড়াশোনা করানো হলেও নেই আরবি ভাষার ব্যবস্থা। আর সেই ঘিরেই বিক্ষোভ দেখান বোলপুর সহ বিভিন্ন স্কুলের পড়ুয়ারা।

    তবে এখনো পর্যন্ত আসেনি কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া।