|
---|
আসিফ রনি ও আব্দুস সামাদ,নতুন গতি : দীর্ঘ ১১ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই বর্ষপূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের পথে ১১ বছর পালন করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে। ৫ ই মে থেকে আগামী ২০ মে পর্যন্ত প্রতিটি ব্লকে পালন করা হবে বিভিন্ন কর্মসূচি।
এই উপলক্ষে রাজ্যের পাশাপাশি আজ মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ২ নং ব্লকের তেঘরি উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল ‘উন্নয়নের পথে ১১বছর’ কর্মসূচি।
উল্লেখ্য গত ২ই মে ২০২১ তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। ‘উন্নয়নের পথে ১১বছর’ অনুষ্ঠানে রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী থেকে শুরু করে লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ বিভিন্ন ধরনের প্রকল্প তুলে ধরা হয় এইদিনের কর্মসূচি থেকে।
এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিদুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজামান মহাশয়।
তৃণমূল কংগ্রেস সরকারের ১১বছর পূর্তি উপলক্ষে ৫ মে থেকে আগামী ২০মে পর্যন্ত প্রতিটি এলাকায় পালন করা হবে বিভিন্ন কর্মসূচি। এদিন থেকে শুরু হল এই বিশেষ কর্মসূচি।প্রতিদিন অনুষ্ঠিত হবে বিভিন্ন জায়গায় জায়গায় এই কর্মসূচি। এবং রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের প্রতিটি পঞ্চায়েতের পাড়ায় পাড়ায় পশ্চিমবঙ্গ সরকারের ১১ বছরের উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হবে।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারি বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী আখরুজ্জামান মহাশয়, জঙ্গীপুর মহকুমার শাসক আধিকারিক সিঞ্জন শিখর মহাশয়া, উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক বিডিও পার্থসারথী ঘোষ মহাশয়, এছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শাহিন সিদ্দিকী এবং রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কৃষি অধিকর্তা অমৃত কুমার হাসদা মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের প্রতিটি পঞ্চায়েত প্রধান,জনপ্রতিনিধি ও জেলা পরিষদের মেম্বার সহ একাধিক অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ।