|
---|
আজিজুর রহমান : পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধারার জন্মদিন পালন হল বর্ধমান ভবনে। এদিন সন্ধায় তার শুভানুধায়ীরা জাঁকজমকপূর্ণ ভাবে তার জন্মদিন পালন করেন। কেক কেটে ও মিষ্টি মুখ করে দিনটিকে স্মরণীয় করে রাখেন তার শুভানুধায়ীরা। যেখানে হাজির ছিলেন, খন্ডঘোষ, রায়না, বর্ধমান, গলসি, মেমারী, সহ বেশ কিছু এলাকার মানুষ। এর পাশাপাশি জেলা পরিষদে তার জন্মদিন পালন করেন তার সহকর্মী সহ অসংখ্য অনুরাগীরা। তাছাড়াও সামাজিক মাধ্যমে বহু মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আজকের দিনে তিনি খন্ডঘোষের শ্যামাডাঁঙা গ্রামে মাসির বাড়িতে জন্মদিন করেন। সেখান থেকেই পড়াশোনা করার পর রাজনীতিতে আসেন। প্রথমে জেলা পরিষদের সদস্য পরে সহ – সভাধিপতি ও বর্তমানে সভাধিপতি ও রায়না বিধানসভার বিধায়িকা। শম্পা ধারা বলেন, আজকে যারা তাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। পাশাপাশি তিনি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়েছেন। তাছাড়াও জেলা পরিষদের সহকর্মীবৃন্দ দের তিনি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এদিন শতাধিক মানুষ তাকে ফুল মিষ্টি সহ দিয়ে আশির্বাদ করেন। এদিন জন্মিদনের অনুষ্ঠানে হাজির ছিলেন, তার মা সুমিত্রা ধারা, বাবা পার্থ ধারা, মাসি মাধবী পাগড়ে, দিদি দিপালী মন্ডল, বোন ঝুম্পা ধারা সহ অনেকে।