|
---|
নিজস্ব সংবাদদাতা :জীবনটা রাতারাতি যেন বদলে গিয়েছিল ভুবন বাদ্যকরের। বীরভূমের একটা ছোট্ট গ্রামের বাসিন্দা ভূবন বাদাম বিক্রি করতেন। আর পাঁচটা হকারের মতো তিনিও গান বেঁধেছিলেন চটকদার! আর সেই গানই ভাইরাল হয়ে যায়। দেশ-ভাষার সীমা ছাড়িয়ে গোটা বিশ্বের মানুষের কাছে পরিচিতি পায় সেই গান। মাধুরী দীক্ষিত থেকে শুরু করে কিল পল, ভুবনের গানের প্রতিটা লাইন উপভোগ করেছেন সবাই। হয়েছে রিল ভিডিয়োও তা নিয়ে।
আর এই জনপ্রিয়তার জেরেই ভুবনের কাছে এসেছে বাংলা রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’। শো-র প্রথম প্রতিযোগী হিসেবে বাদাম কাকু আর কাকিমার নামই ঘোষণা করা হয়েছিল। জীবনের ছোটখাটো শখগুলিও একে একে পূরণ হচ্ছে ভুবনের। এই যেমন তাঁর ইচ্ছে কলকাতা ঘুরে দেখবেন স্ত্রী ও ছোট নাতনিকে নিয়ে। আর ‘ইস্মার্ট জোড়ি’র দৌলতে সেটাও পূরণ হল তাঁর। ভিক্টোরিয়া মেমোরিয়াল, কুমারটুলি ঘুরলেন। রাস্তার ধারের চটকদার খাবারের স্বাদ নিলেন, চাপলেন হাতে টানা রিক্সাতে। আরও পড়ুন: বাদামকাকু হানিমুনে বউকে নিয়ে কোথায় গিয়েছিলেন জানেন? ভুবনের কথা শুনে অবাক জিৎ ভুবন এই প্রসঙ্গে জানালেন, ‘আমার বউ আদুরী, আমার নাতনিকে নিয়ে আমার কলকাতা দেখার খুব ইচ্ছে ছিল। দেরিতে হলেও সেই শখ পূরণ হল অবশেষে ইস্মার্ট জোড়ি-তে এসে।’
ইস্মার্ট জোড়িতে ভুবন-আদরি টেক্কা দিচ্ছেন জিতু-নবনীতা, রূপঙ্কর বাগচি-চৈতালি, সৌরভ সাহা-সুস্মিতা, রাজা-মধুবনী-র মতো জুটিকে। শো-র সঞ্চালনার দায়িত্বে রয়েছেন জিৎ। রিয়েল লাইফে তারকাদের জীবনসঙ্গীর সঙ্গে ইকুয়েশন চুটিয়ে উপভোগ করছেন দর্শকরা। তাই শো-র টিআরপিও বেশ হাই।