|
---|
নিজস্ব সংবাদদাতা:- আজ রথযাত্রা,দেশ রাজ্য সহ গ্রামীন এলাকায় ও রথযাত্রা ঘিরে ছিল ব্যপক উৎসাহ উদ্দীপনা এবং সাড়ম্বরে পালন করা হয়।অনুরূপ ভাবে বীরভূম জেলার লোকপুরে অবস্থিত গোপাল মন্দির থেকে শুক্রবার বের করা হয় রথযাত্রা। রথযাত্রা ঘিরে ছিল ব্যপক মানুষের ঢল। এদিন রথ নিয়ে স্থানীয় হাটতলা, হাইস্কুল, নীচুপাড়া দূর্গা মন্দির বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। রথযাত্রায় সামিল ছিল গৌর মন্ডলীর দল,ছিল শিব, কৃষ্ণ ইত্যাদির সাজে সজ্জিত স্ট্যাচু।রথের দড়ি টানতে মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা ও রথযাত্রা র সাথে সাথে এলাকা পরিক্রমা করেন এবং আজকের দিনের তাৎপর্য ও এলাকাবাসীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এক সাক্ষাতকারের মাধ্যমে। অপ্রীতিকর ঘটনা এড়াতে লোকপুর থানার পক্ষ থেকে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।