রানাঘাট ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয় পদার্পণ করল ১০০ বছরে সেই উপলক্ষে আয়োজন করা হল এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের

নিজস্ব সংবাদদাতা : রানাঘাট ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয় পদার্পণ করল ১০০ বছরে। শুধু রানাঘাটই নয় গোটা নদিয়া জেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হল রানাঘাট ব্রজবালা প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় থেকেই পড়াশোনা করেছে জেলার একাধিক কৃতী ছাত্রীরা। যাদের মধ্যে অনেকেই রয়েছেন সাফল্যের উচ্চতম শিখরে। সেই প্রাচীন ঐতিহ্যবাহী ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ১০০ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হল এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌর প্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, উপপ্রধান আনন্দ দে সহ বিশিষ্টজনেরা।সকালে স্কুলের ছাত্রীদের নিয়ে করা হয় পদযাত্রা। এরপর একাধিক নাচ ও গানের আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্রীরা ছাড়াও স্কুলের সমস্ত ছাত্রী এবং অভিভাবকেরাও। অভিভাবকেরা জানান অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী এই স্কুলে তাদের সন্তানেরা পড়াতে তারা গর্বিত।বর্তমানে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করার প্রবণতা অভিভাবকদের মধ্যে বেড়ে গিয়েছে। তার মধ্যেও সরকারি এই স্কুলের পঠন-পাঠন শিক্ষিকাদের পড়ানোর ধরণ সমস্ত কিছুই অত্যন্ত ভালো যার সঙ্গে তুলনা করা যায় যে কোনও বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের। স্বাভাবিকভাবেই রানাঘাট ব্রজবালা প্রাথমিক বিদ্যালয়ের ১০০ তম বর্ষপূর্তি উপলক্ষে গর্বিত রানাঘাট সহ গোটা নদিয়াবাসী।ছেলে মেয়েদের বুদ্ধিও মানসিক বিকাশ ঘটানোই প্রকৃত শিক্ষা। এবং প্রকৃত শিক্ষা পাওয়া যায় সঠিক গুরু এবং বিদ্যালয় থেকেই। শুধু পড়াশোনা নয় পড়াশোনার বাইরেও একাধিক পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমেও শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তারই জ্বলন্ত উদাহরণ রানাঘাট ব্রজবালা প্রাথমিক বালিকা বিদ্যালয়।