|
---|
আসন্ন দোলযাত্রা ও শবে বরাত উপলক্ষ্যে সমন্বয় সভা রঘুনাথগঞ্জ থানায়
নতুন গতি, জঙ্গীপুর: সর্ব ধর্ম সমন্বয়ে গঠিত ভারতবর্ষে সর্ব জাতির উৎসব পালিত হয় বিভিন্ন সময়ে। যে যার ধর্ম নিজেদের রীতিনীতি মেনে পালন করে থাকেন। তাই আসন্ন দোলযাত্রা ও শবে বরাত উপলক্ষ্যে শান্তি ও সংহতির মধ্য দিয়ে নিজেদের ধর্মীয় উৎসব পালনে সম্প্রীতি বজায় রাখেন তারই বার্তা দিলেন জঙ্গীপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও জঙ্গীপুর পৌরসভার নব নির্বাচিত প্রশাসক মফিজুল ইসলাম।
জঙ্গীপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ থানার পুলিশ সর্বদাই মানবিকতার পরিচয় দিয়ে অনন্য নজির সৃষ্টি করেছেন। গত দুই বছরে করোনা মহামারীতে জনসমাজ আর্থিক অনটনে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, সেই সময় রঘুনাথগঞ্জ থানার পক্ষ থেকে খাদ্য দ্রব্য ও আর্থিক সহযোগিতার নজির দেখা গেছে।
তাই আবারও শান্তি, সম্প্রীতি ও সংহতির বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করে চলেছে রঘুনাথগঞ্জ থানা। রঘুনাথগঞ্জ থানার আই সি পার্থ ঘোষ অত্যন্ত মানবিক ও সহমর্মী।
উক্ত অনুষ্ঠানে জঙ্গীপুর পুলিশ জেলার জঙ্গীপুরের এসডিপিও বিদ্যুৎ তরফদার ও ডিএসপি আব্দুল কাইয়ুম ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জঙ্গীপুর পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলরগণ ও এলাকাবাসীর উপস্থিতি লক্ষ্য করা যায়। কোন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব বাস্তবায়িত হয় সেই বার্তা ও সচেতনতা দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।