হলদিয়ায় বিদ্যাসাগরের মূর্তি স্থাপন ও ধিক্কার সভা

নিজস্ব সংবাদদাতা; হলদিয়া: শেষ দফা ভোটের আগে কলকাতার বুকে অমিত শাহের রোড শো-কে ঘিরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে তুলকালাম ঘটনা ঘটে গিয়েছিল এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙা সহ কলেজের গেটে আগুন ধরানোর যে ঘটনা ঘটেছিল, তা তৃণমূল তরফে বিজেপির দিকেই অভিযোগের আঙুল উঠেছে। যদিও তৃণমূলকে কঠোরভাবে পাল্টা দোষারোপ করেছে বিজেপি নেতৃত্ব। এই ঘটনার জেরে সিসিটিভি ফুটেজের দাবি করে বিজেপি নেতৃত্ব। যদিও কলেজ তরফে সিসিটিভি অকেজো বলে জানানো হয়।

    কলেজের গেটে আগুন লাগিয়ে কলেজের ভেতরে থাকা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে চুরমার করার প্রতিবাদে হলদিয়ার ছাত্র ও যুবর যৌথ উদ্যোগে দূর্গাচক ৯নং ওয়ার্ড আবাসিকদের সহযোগিতায় গতকাল সকাল ১০টায় হলদিয়ার দূর্গাচক সুপার মার্কেটের সামনে বিজেপির বিরুদ্ধে ধিক্কার সভা ও বিদ্যাসাগরের অবক্ষ মূর্তির উদ্বোধন করে তৃণমূল।

    উক্ত অনুষ্ঠানে বিদ্যাসাগরের অবক্ষ মূর্তীর উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া গভঃ স্পন্সর হাইস্কুলের প্রধান শিক্ষক অনুপম বিশ্বাস, শিক্ষক মধূপ রায়, শিক্ষক ও কবি শুভঙ্কর দাস, বাচিক শিল্পী দেবব্রত মণ্ডল, সুতাহাটা ব্লক যুব তৃণমূল সভাপতি তথা শিক্ষক দিয়ানত আলি মোল্লা, হলদিয়া শহর যুব তৃণমূল সহ সভাপতি বিপ্লব চক্রবর্তী প্রমুখ।

    সঞ্চালক হিসাবে মঞ্চ পরিচালনা করেন হলদিয়া শহর যুব তৃণমূল কার্যকরী সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক অর্ণব দেবনাথ। উক্ত অনুষ্ঠানের মূল যুগ্ম আহ্বায়ক হলদিয়া শহরের যুবনেতা অর্নব দেবনাথ ও চিনাংশু গোস্বামী। উক্ত অনুষ্ঠানে মূর্তি দাতা তথা হলদিয়া শহর যুব তৃণমূল সহ সভাপতি চিনাংশু গোস্বামী।

    এই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা একে একে বিদ্যাসাগরের সম্পর্কে আলোচনা করেন এবং কলকাতা বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে তীব্র ধিক্কার জানায়।