প্রচারের ফাকে প্রাতরাশ গৌতম দেবের

শিলিগুড়ি: একটু জিরিয়ে নেওয়া এবং খাওয়া।আজ নিজের ওয়ার্ড তেত্রিশ নং এ প্রচারের ফাকে একটু প্রাতরাশ সেরে ফেললেন গৌতম দেব।

    জানালেন শরীর এখনো দুর্বল আছে,তাই ঠিক সময়ে ঠিকমত খাওয়া প্রচণ্ড জরুরী।না খেলে আবার সমস্যা তৈরী হতে পারে।তাই প্রচারের যেকদিন হাতে আছে একটু সজাগ থাকছি।হালকা এবং পুষ্টিকর খাবার খাচ্ছি এবং অবশ্যই ভিটামিনযুক্ত খাবার।তাই আজ প্রচারের ফাকে খাওয়া দাওয়া সারলাম।কারন একটা দিনও নষ্ট করা যাবে না,আমার শরীর দুর্বল তাই একটু সময় বেশী লাগছে,আবার সাবধান থেকেই কাজ করতে হচ্ছে।আপাতত আমার মুল লক্ষ্য বারো তারিখ পর্যন্ত সুস্থ থেকে কাটানো,আর আমি আগেও বলেছি আবার এখনও বলছি শিলিগুড়িতে এবারে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় থাকবে শিলিগুড়িতেও জানিয়ে দিলেন প্রাক্তন পর্যটনমন্ত্রী গৌতম দেব।তিনি জানালেন আমাকে নিজের ওয়ার্ড ছেড়েও সবকটি ওয়ার্ডেই যেতে হচ্ছে।পাপিয়া (পাপিয়া ঘোষ)যথেষ্ট করছে আমাদের জন্য।আমি অসুস্থ থাকায় ওর উপরে দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে।আর একদিনে ও সেটা খুব ভালোভাবেই পালন করছে।আর সবার মিলিত চেষ্টায় আমরা এবারে শিলিগুড়ি পুরসভাদখল করবো জানালেন গৌতম দেব।