|
---|
বিন্নাগুরি: প্রাক্তন ও বর্তমান মন্ত্রীর উপস্থিতিতে বিন্নাগুরিতে তৃণমূল কংগ্রেসের মেগা যোগদান। অবিভক্ত ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা সহ প্রায় তিনশোটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। দীর্ঘ ত্রিশ বছরের ওই এলাকার দাপুটে বিজেপি নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য উমেশ যাদব একাধিক নেতৃত্ব কে সাথে নিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন।
এই মেগা যোগদান সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী বুলু চিক বরাইক ও প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব। এদিন বিন্নাগুরির একটি ধর্মশালায় এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। নবাগতদের দলের স্বাগত জানান মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানিয়েছেন যোগদানকারী বিজেপি নেতৃত্ব ও কর্মীসমর্থকরা। বানারহাট ব্লকের প্রায় এক ঝাঁক নেতাকর্মী এইভাবে দল ত্যাগ করায় বিজেপির অস্তিত্ব সংকট বলে জানিয়েছেন মন্ত্রী বুলু চিক বরাইক।
এই যোগদান প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জণ বারলা জানিয়েছেন যারা প্রকৃত বিজেপি কর্মী তারা দলে রয়েছেন। দু-একজন কিছু পাওয়ার আশায় তৃণমূলের গেছে। এতে দলের কোনো ক্ষতি হবে না। বরং তিনি দাবি করেন যারা দল ছেড়ে চলে গিয়েছিলেন তারা ফের একবার বিজেপিতে ফিরে আসার জন্য যোগাযোগ করছে। তবে বিধানসভা ভোটের পর থেকে যেভাবে গোটা ডুয়ার্স জুড়ে বিজেপিতে ভাঙ্গন শুরু হয়েছে আগামী পঞ্চায়েত নির্বাচনে এর প্রভাব ব্যালট বাক্সে পরে কিনা সেটাই এখন দেখার।