|
---|
জলপাইগুড়ি: জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরকে যানজট মুক্ত করতে এবার কড়া মনোভাব নিল জেলা পুলিশ প্রশাসন। এর আগে ঠিক কিছুদিন আগেই একই পরিস্থিতি দাড়িয়েছিল এই এলাকায়। হাসপাতাল এলাকা চত্বর জুড়ে গজিয়ে উঠেছিল ছোট ছোট অনেক অস্থায়ী দোকান। ফলে রাস্তা প্রস্থে কমে যাওয়ায় একসঙ্গে একাধিক যান চলাচলের সময় তৈরি হয় সমস্যা, সৃষ্টি হয় যানজটের।
এই এলাকার যানজট সমস্যা দূর করতে পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে ফুটপাথের সমস্ত দোকান ভেঙে দিয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্যবসায়ীরা। তার কিছুদিন পেরোতে না পেরোতেই পূর্বের পরিস্থিতিতেই ফিরে আসে এলাকাটি। তবে এবার প্রশাসনের নির্দেশ পেয়ে ক্ষতি এড়াতে নিজে থেকেই দোকানপাট ভেঙে উঠে যান স্থানীয় ব্যবসায়ীরা।