|
---|
নিজস্ব সংবাদদাতা, খড়গপুর : শিউরে পুরভোট। পুরভোটে সকল শিক্ষক শিক্ষিকাকে একসাথে জোট বদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ার আহবান জানালেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অনিমেষ দে। খড়গপুর পশ্চিম চক্রে শ্রী শ্রী দয়ানন্দ বিদ্যাপীঠে অনুষ্ঠিত নবীন বরণ সভায় চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অভাব অভিযোগ শোনেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন।
তিনি আরো বলেন,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত মানুষের জন্য কাজ করে চলেছেন। তিনি শিক্ষকদের কথা ভেবে করোনাকালেও মাস পহেলা বেতন দিয়েছেন। তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি । এদিন নবীন বরণ অনুষ্ঠানে খড়গপুর পশ্চিম চক্রের নতুন 27 জন নব নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা কোন ওয়ার্ডের শিক্ষক ও কোথায় বাড়ি ইত্যাদি জানা হয় এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন উপস্থিত শিক্ষক নেতৃত্বরা।
এদিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা চেয়ারম্যান শান্তুনু দে, চক্রের প্রাক্তন সভাপতি, অন্ধ্রা বিদ্যালয় ও মাতা মন্দির সভাপতি এস.সূর্য প্রকাশ রাও, বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব তমাল গাঙ্গুলী, বিশিষ্ট শিক্ষক নেত্রী সংঘমিত্রা বাগচী, শিক্ষক নেতৃত্ব রাজু বিশয়, অরিন্দম সিংহ, সেখ গোলাম সহ খড়্গপুর পশ্চিম চক্রের প্রতি স্কুল থেকে শিক্ষক শিক্ষিকারা।