|
---|
ডুয়ার্স: ডুয়ার্সের মরাঘাট মোড় থেকে ভুটান সীমান্তবর্তী চামূর্চি পর্যন্ত সড়ক দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা পড়ে ছিলো। চরম দুর্ভোগের শিকার হচ্ছিলো সাধারণ মানুষ।
অবশেষে মঙ্গলবার দুপুরে সেই ১৬ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হলো।মঙ্গলবার দুপুরে তার ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।এই নতুন রাস্তা তৈরি করেছে বর্ডার রোড অর্গানাইজেশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা,ছিলেন নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুনা ভাংরা,সহ বর্ডার রোড অর্গানাইজেশনের আধিকারিকরা।
উল্লেখ্য,প্রতিবছর বর্ষায় এই রাস্তায় জল জমে যাতায়াতের অযোগ্য হয়ে যেত। এবারে সেই রাস্তার সংস্কার করার ফলে দুর্ভোগ অনেকটা মিটবে। কারন এটি ছিল মূল সড়ক যা ধরেই খুব সহজে ভুটানে প্রবেশ করা হতো।
এদিন মরাঘাট মোড় এলাকায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়।সেখানে এল ই ডি স্ক্রীনে দেখানো হয় মন্ত্রী রাজনাথ সিং তার অফিস থেকে আনুষ্ঠানিক ভাবে সড়কের উদ্বোধন করছেন। মরাঘাট মোড় এলাকায় উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা।এদিন আরো বেশ কয়েকটি রাজ্যেও একাধিক রাস্তা ও ব্রিজের উদ্বোধন করা হয়।