|
---|
দেবজিৎ মুখার্জি, উত্তরবঙ্গ: রাজভবনের বাইরে ধরনা মঞ্চে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নম্বর প্রকাশ্যে আনার পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উদয়ন গুহর পুত্রবধূর ফোন নম্বর ভাইরাল করে দেওয়া হয়েছে। এ বিষয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করেছেন মন্ত্রীর পুত্রবধূ অপরূপা।
ফেসবুকে লাইভ করে অপরূপা দেবী গোটা বিষয়টি জানিয়েছেন। সুকান্ত মজুমদারের নম্বর পেয়ে তিনি সাধারণ নাগরিক হিসেবে একটি মেসেজ করেছিলেন। অভিযোগ, তার পরই তিনি ফোনে অশালীন বার্তা পাচ্ছেন। কেউ কেউ ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করছে। এটা অত্যন্ত হতাশাজনক ঘটনা বলে উল্লেখ করছেন মন্ত্রীর পুত্রবধূ। তাঁর অভিযোগ, বিরোধী দলনেতা সোশাল মিডিয়ায় তৃণমূল নেতাদের একগুচ্ছ ফোন নম্বর পোস্ট করে ভাইরাল করে দিয়েছেন। তারই মধ্যে অপরূপা দেবীর নম্বরও রয়েছে। এই ঘটনার পর তিনি সরাসরি বিরোধী দলনেতার বিরুদ্ধে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন। এভাবে নম্বর ছড়ানো বেআইনি।
এনিয়ে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে শুভেন্দুকে বিঁধেছেন উদয়ন গুহও। লিখেছেন, ”শুভেন্দু অধিকারী, আপনি জানেন না সত্যিকারের পুরুষরা মহিলাদের অসম্মান করে না, বিশেষ করে একজন অপরিচিত মহিলাকে। অসম্মান করে তারা যারা বিশেষভাবে হাতে তালি দিয়ে বলে ‘এই ডোন্ট টাচ মি’।”