গলসিতে মাওলানা মাহমুদ মাদানীর আগমন

আজিজুর রহমান, গলসি : গলসির শিড়রাই শান্তিবাগ মাদ্রাসা দারুল ফুরকানে দ্বীনি, ইলমী ও রুহানী দাস্তারবন্দী জালসার আয়োজন করা হয়েছে। ওই ঐতিহাসিক জালসায় এলাকার মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জমিয়ত উলামায়ে হিন্দ-এর সর্বভারতীয় সভাপতি হজরত মাওলানা মাহমুদ মাদানী সাহেব। তাঁর আগমনকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এলাকাজুড়ে। জানা গেছে, ঐতিহাসিক শান্তিবাগ মাদ্রাসা দারুল ফুরকান প্রতিষ্ঠা করেন স্থানীয় হজরত মাওলানা আব্দুল খালেক হুসায়েনী (রহঃ)। তাঁর সময়কাল থেকেই জমিয়তের সঙ্গে শান্তিবাগ মাদ্রাসার ও খালেক সাহেবের পারিবারিক গড়ে ওঠে বলে জানতে পারা যায়। সর্বপ্রথম ১৯৫৬ সালে শান্তিবাগে আসেন হজরত মাওলানা হুসেইন আহম্মদ মাদানী (রহঃ)। জীবদ্দশায় তিনি বহুবার এই মাদ্রাসায় আগমন করে মাদ্রাসাকে সঠিক পথে পরিচালনা করতে সহযোগিতা করেছেন। তাঁর ইন্তেকালের পর তাঁর পুত্র হজরত মাওলানা আসাদ মাদানী (রহঃ) একাধিকবার শান্তিবাগে উপস্থিত হয়ে মাদ্রাসা সুনাম বৃদ্ধি করেছেন। এমনকি মাদ্রাসার হুসেয়েনী বিল্ডিংয়ের মুল ভিত্তি ওনার হাত দিয়েই স্থাপন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মাওলানা আব্দুল খালেক (রহঃ)-এর ইন্তেকালের পর তাঁর জামাতা ও স্বপ্নের সাধক হজরত মাওলানা ইমদাদুল্লাহ চৌধুরী (রহঃ) মাদ্রাসার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সময়কালেও একাধিকবার শান্তিবাগ মাদ্রাসায় আসেন হজরত মাওলানা আসাদ মাদানী (রহঃ)। তার ইন্তেকালের পরে ২০১৪ সালে মাদ্রাসার জালসায় অংশগ্রহণ করেন হজরত মাওলানা মাহমুদ মাদানী সাহেব। এরপর ২০২২ সালের ১২ই রমজানে হজরত মাওলানা ইমদাদুল্লাহ চৌধুরী (রহঃ)-এর ইন্তেকালের পর মাদ্রাসার কার্যক্রম কিছু সময়ের জন্য থমকে যায়। তার চলে যাওয়ায় ভেঙে পরেন এলাকার লক্ষ লক্ষ ধর্মপ্রান মুসলিম মানুষ। তিনি তার এলাকার সকল আলেমদের দ্বিনী পথে পরিচালনা করতে সহযোগিতা করেছিলেন। তবে পরবর্তীতে মাদ্রাসার সুরা কমিটির সিদ্ধান্তে তাঁর যোগ্য পুত্র মাওলানা হোসেন আহম্মদ চৌধুরীর হাতে দায়িত্বভার তুলে দেওয়া হয়। বর্তমানে তাঁর নেতৃত্বে পুরাতন মসজিদ নতুনভাবে নির্মিত হয় এবং মাদ্রাসার পরিকাঠামোগত একাধিক উন্নয়ন সাধিত হয়। সূত্রের খবর, এ বছর দাস্তারবন্দী জালসায় মাদ্রাসার ৮ থেকে ১০ জন হাফেজকে পাগড়ি প্রদান করা হবে। আগামী ২৯শে ডিসেম্বর ২০২৫, সোমবার অনুষ্ঠিত দাস্তারবন্দী জলসায় প্রধান অতিথি থাকবেন হজরত মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হজরত কারী তৈয়ব জামাল সাহেব। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য জমিয়তের সভাপতি হজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া সহ সভাপতি হজরত মাওলানা মঞ্জুর আলম সাহেব সহ বিশিষ্ট আলেমগণেরা। বিকাল ৩টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত চলবে দ্বীনি ও রুহানী জলসার কার্যক্রম। ওই দিন প্রধান অতিথি হজরত মাওলানা মাহমুদ মাদানী সাহেব মাদ্রাসার নবনির্মিত মসজিদে মাগরিবের নামাজে ইমামতি করবেন বলে জানতে পারা গেছে।

    নতুন গতি

    News Publication