হিঙ্গলগঞ্জ কলেজে একদিনের রাজ্যস্তরীয় কর্মমুখী কর্মশালা

সংবাদদাতা : উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে ‘জাতীয় শিক্ষানীতি- ২০২০’ অনুসারে অনুষ্ঠিত হল একদিনের রাজ্যস্তরীয় কর্মমুখী কর্মশালা। চাঁদপাড়ার নিরমা নিটিং সেন্টারের সহযোগিতায় এদিনের কর্মশালা উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দীন। তিনি জানান, ‘নতুন জাতীয় শিক্ষানীতিতে প্রত্যেক শিক্ষার্থীকে যে ইন্টার্নশিপ করার কথা বলা হয়েছে তারই অঙ্গ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়।’ চাঁদপাড়ার নিরমা নিটিং সেন্টার যে এ ব্যাপারে এগিয়ে এসেছে সেজন্য তিনি তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিনের কর্মশালায় নিরমা নিটিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর অভিজিৎ টিকাদারসহ মাধবী রায়, সাহেব চক্রবর্তী, দেবাশীষ চন্দ্র তাঁদের সংস্থায় কোন্ কোন্ বিষয়ে ইন্টার্নশিপ করার সুযোগ আছে এবং ইন্টার্নশিপ করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় তার বিস্তৃত বর্ণনা করেন।’ এছাড়াও অভিজিৎ টিকাদার হিঙ্গলগঞ্জকে কেন্দ্র করে কলেজ কর্তৃপক্ষকে একটি পোশাক শিল্প তৈরির কারখানা স্থাপনের প্রস্তাব দেন। তিনি জানান, যথাযথভাবে প্রশিক্ষণ নিয়ে এগোতে পারলে একজন ছাত্র বা ছাত্রী পড়তে পড়তেই রোজগার করতে পারবেন। তার জন্য রাজ্যের ও কেন্দ্রের বিভিন্ন সংস্থা থেকে সহজ কিস্তিতে কিভাবে ঋণ পাওয়া যায় সে ব্যাপারেও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কলেজের কেরিয়ার কাউন্সেলিং ও জব ওরিয়েন্টেশন সেলের পক্ষে অধ্যাপক নীলাদ্রিশেখর সিংহ অতিথিদের স্বাগত জানিয়ে এই কর্মশালা আয়োজনের গুরুত্ব সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিত করেন। কর্মশালায় বিভিন্ন সেমিস্টারের প্রায় ৭০ জন ছাত্রছাত্রীসহ শিক্ষক ও শিক্ষাকর্মীরাও অংশগ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে এই কর্মশালায় উপস্থিত ছিলেন ড. সোহেল রানা সরকার, পারমিতা হালদার, প্রশান্ত চক্রবর্তী, তাপস দাস, সমরেশ সরদার, বিকাশ দাস, সঞ্জয় পাল, প্রসেনজিৎ নাথ প্রমুখ।