মুর্শিদাবাদের ভাকুড়িতে পপুলার ফ্রন্টের এনআরসি বিরোধী মহাসমাবেশকে সফল করতে ডোমকলে প্রস্তুতি সভা

মুর্শিদাবাদের ভাকুড়িতে পপুলার ফ্রন্টের এনআরসি বিরোধী মহাসমাবেশকে সফল করতে ডোমকলে প্রস্তুতি সভা

    নতুন গতি,এস ইসলাম, মুর্শিদাবাদ: নাগরিকত্ব সংশোধনি আইন ও এনআরসি বাতিলের দাবিতে দেশজুড়ে শুরু হয়েছে গণ আন্দোলন ।পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ । নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি বাতিল ও কেন্দ্র বিজেপি সরকারের জনবিরোধী ফ্যাসিবাদী সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রচারাভিযান চালাচ্চে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া । আগামী ৫ ই জানুয়ারি মুর্শিদাবাদের ভাকুড়ি ময়দানে বেলা ১ ঘটিকার সময় ”ন্যায়ের আওয়াজ” শিরোনামে এক মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে ।উক্ত সমাবেশকে সফল করতে রাজ্য জুড়ে চলছে জোরকদমে প্রচারাভিযান ।পোস্টারিং ,দেওয়াল লিখন ,হ্যান্ডবিল বিতরণ বিভিন্ন মোড়ে মোড়ে সভা লক্ষ্য করা যাচ্চে । এই মহাসমাবেশকে সফল করতে আজ ডোমকলের প্রাণী সম্পদ বিকাশ ভবনে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় ।
    উক্ত সভায় উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি হাসিবুল ইসলাম ,অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের জোনাল সভাপতি মৌলানা মিনারুল সাহেব ,সারা বাংলা আহলে সুন্নাতুল জামাতের নেতা মৌলানা মনিরুল ইসলাম ,পপুলার ফ্রন্টের ডোমকল সাবডিভিশনের সভাপতি হাকিকুল ইসলাম,বামসেফের নেতা ধনঞ্জয় সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
    সকল বক্তাই তাদের বক্তব্যে বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন ।
    উক্ত সভায় বক্তাগন বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির উপর আলোকপাত করেন।
    পপুলার ফ্রন্টের রাজ্য সভাপতি হাসিবুল ইসলাম সাহেব জানান কেন্দ্রীয় সরকার NRC এর প্রথম ধাপ হিসেবে সারা দেশে NPR চালু করতে চাইছেন।তিনি আরো জানান ইংরেজদের পুরোনো দ্বি-জাতী তত্বকে আরএসএস পরিচালিত বিজেপি সরকার নতুন মোড়কে NRC ও CAA নামে চালাতে চাইছে।এই বিষয়ে উনি দেশের ধর্ম,বর্ণ,জাতি নির্বিশেষে সকল সচেতন নাগরিক সমাজকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
    বামসেফ নেতা ধনঞ্জয় সরকার জানান দেশে অবিলম্বে EVM বাতিল করে ব্যালট পদ্ধতি চালু করার দাবি জানান।তিনি আরো জানান ব্যালটে ভোট হলে তবেই দেশের জনগনের দ্বারা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে।
    ডোমকল সাব ডিভিশনের প্রেসিডেন্ট জনাব হাকিকুল ইসলাম সাহেব জানান রাজ্য সরকার আন্দোলনের মুখে NPR এর কাজকর্ম সাময়িক ভাবে বন্ধ রাখলেও আবার চালু করবে,সেই দিকে আমাদের সকলের সচেতন থাকতে হবে।CAA একটি অসাংবিধানিক ও সাম্প্রদায়িক আইন।যা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করে। তিনি আরো জানান কেন্দ্রীয় সরকার CAA,NRC এর আড়ালে দেশের ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে আসলে দেশকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে।এই বিষয়ে আমাদের শান্তিপূর্ণ শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও আরো বিশিষ্ট ব্যাক্তিবর্গ তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

    সভার শেষে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ডোমকল সাব ডিভিশনের সেক্রেটারি সেলিম মন্ডল ৫ ই জানুয়ারি ন্যায়ের আওয়াজ সম্মেলনের সফলতা কামনা করে সকলকে উপস্থিত থাকার আহব্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ।