পরিচারক সেজে চুরি। মাত্র ৯ দিনে অভিযুক্তদের পাকড়াও করল ভবানীপুর থানার পুলিশ।

নতুন গতি নিউজ ডেস্ক। ২৮ জুলাই, ভবানীপুর থানায় একটি অভিযোগ জমা পড়ে। এক বৃদ্ধা মহিলা জানান, তাঁর এলগিন রোডের বাড়ি থেকে রুপোর তৈরি অনেকগুলি পাত্র চুরি করে নিয়ে গেছে মনোজ নামের এক পরিচারক। পাত্রগুলি পুজোর কাজে ব্যবহৃত হত। মনোজ কয়েকদিন আগেই ওই বাড়িতে পরিচারকের কাজে যোগ দিয়েছিল। তার সম্পর্কে আর কোনও তথ্যই জানাতে পারেননি বৃদ্ধা।

    মনোজের সম্পর্কে তথ্য পেতে প্রথমে বৃদ্ধার প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। লাগানো হয় সোর্সও। জানা যায়, মনোজ ভবানীপুর অঞ্চলের একজন টেম্পো ড্রাইভারের ঘনিষ্ঠ ছিল। চিহ্নিত করা হয় সেই টেম্পো ড্রাইভারকে। যাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, মনোজের আসল নাম পবন যাদব। বাড়ি বিহারের বাঁকা জেলায়। চুরির উদ্দেশ্য নিয়েই যে নাম ভাঁড়িয়ে ওই বৃদ্ধার বাড়িতে কাজে ঢুকেছিল পবন,তা নিয়ে আর সংশয়ের অবকাশ ছিল না।

    পবনের খোঁজ শুরু হয়। অবশেষে, সুত্র মারফত খবর পেয়ে কালীঘাট ব্রিজের কাছ থেকে তাকে গ্রেপ্তার করে ভবানীপুর থানার বিশেষ টিম। জেরায় নিজের অপরাধ স্বীকার করে নেয় পবন। জানায়, চুরি করা রুপোর পাত্রগুলো সে এক দেশোয়ালি ভাইয়ের জিম্মায় রেখে এসেছে বিহারে।

    পবনের দেওয়া তথ্যের ভিত্তিতে ভবানীপুর থানার বিশেষ টিম রওনা দেয় বিহার। ৬ আগস্ট, বিহারের বাঁকা জেলার কাটোরিয়া অঞ্চলে উদয় কুমার ঠাকুরের বাড়ি তল্লাশি করে উদ্ধার হয় চুরি যাওয়া রুপোর সমস্ত বাসনপত্রই। গ্রেপ্তার করা হয় উদয় কুমার ঠাকুরকেও।