তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে ছাত্র সমাগম

নিজস্ব প্রতিনিধি : আজ ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মত এবছরেও কলকাতা সহ বাংলা থেকে প্রচুর ছাত্র সমাগম হবে এই সভায়।

    মেয়ো রোডের ক্রসিংয়ে এই সমাবেশে প্রধান বক্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    এবারে রেকর্ড ছাত্র সমাবেশ করানোর প্রচেষ্টায় তৃণমূল ছাত্র সংগঠন। শহর জুড়ে হোর্ডিং লাগানো হয়ে গেছে। এর আগে জেলায় জেলায় প্রস্তুতি সভাও করা হয়েছে। এবারের সমাবেশে দলীয় শৃঙ্খলার ওপরেই জোর দেওয়া হবে বেশী। প্রশাসনের সঙ্গেও আলোচনা হয়েছে।

    প্রতিবারের মত এবারের সমাবেশেরও মূল মন্ত্র, কলেজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, পঠনপাঠনের পরিবেশ ভালো রাখা ও শিক্ষকদের উপযুক্ত সম্মান দেওয়া।