|
---|
নিজস্ব সংবাদদাতা, গড়বেতা,পশ্চিম মেদিনীপুর: গড়বেতার স্বেচ্ছাসেবী সংস্থা সিভিল আর্মির উদ্যোগে এবং গড়বেতা থানা কর্তৃপক্ষের সহযোগিতায় গড়বেতার বিবেক মোড়ে রবিবার সকালে অনুষ্ঠিত হলো একটি কোভিড সচেতনতা ও পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা কর্মসূচি। এদিন পথ চলতি মানুষকে নিয়ে কটি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। যে সমস্ত মানুষ মাক্স পরছেন না ও হেলমেট ব্যবহার করছেন না সে সমস্ত ব্যক্তিকে বিশেষ সচেতনতার বার্তা দিয়ে একটি করে মাক্স ও একটি করে গোলাপ ফুল দেওয়া হয়। পাশাপাশি সমস্ত জনতাকে কোভিড ও পথ নিরাপত্তা বিধি মেনে চলতে অনুরোধ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা থানার আই সি তন্ময় ঘোষ, স্থানীয় এলাকার সমাজসেবী শ্যামল সাহা, জয়দীপ ব্রম্ভ, জয়ন্ত দাস প্রমুখ। পাশাপাশি উপস্থিত ছিলেন সিভিল আর্মি গ্রুপের সমস্ত সদস্য-সদস্যারা।