পরিবেশকে দূষণ মুক্ত রাখতে সোলার সিস্টেমে ভোগ রান্না তারাপীঠে

আজিম শেখ ,নতুন গতি,বীরভূম : একদিকে কৌশিকি অ্যামবসা এবং তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের মহা যজ্ঞ ।৫১ পিঠের অনতম্য সতীর সিদ্ধ পীঠে । তাঁকে ঘিরে ব্যাপক চাপানোতর প্রশাসনিক মহলের সাথে তারপীঠ উন্নয়ন পর্ষদের কমিটি সংগঠনের মধ্যে । রাত পেরোলেই কৌশিকি অ্যামবসা তিথি শুরু, এখন থেকে দূর দিগন্ত থেকে ভক্ত বৃন্দের সাথে সাধু সন্ন্যাসী দের ভিড় বাড়তে লেগেছে তারপীঠে । তবে তাঁর জন্য যেমন নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে একই সঙ্গে সত্যিপিঠের ভোগ নিবেদনের জন্য আনা হয়েছে অন্য পরিবর্তন আজ থেকে গ্যাস বা জ্বালানি জালিয়ে ভোগ রান্না করবেন না পুরোহিতেরা । আজ সোলার এনার্জি দিয়ে ভোগ রান্না করা হবে এতে দূষণ এবং বৈদুতিক শক্তির প্রয়োজন হবে না । এর ফলে পরিবেশে দূষণ মুক্ত থাকবে । আজ তাঁর শুভ উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী আশীষ বন্ধ্যপাধ্যায় সঙ্গে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক শ্বেতা আগরওয়াল তারপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের সহ সভাপতি সুকুমার মুখোপাধ্যায় ও মন্দিরের বিভিন্ন সেবাইত । এই ভোগ ঘরে হাজার হাজার দর্শনার্থী এবং ভক্ত বৃন্দের জন্য ভোগ রান্না করা হবে ।