|
---|
নূর আহমেদ, মেমারি : পবিত্র রমজান এর শুভেচ্ছা জানিয়ে ইফতার এ মজলিস মেমারীর একটি অনুষ্ঠান বাড়িতে বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফাত্তার কয়াল এর উদ্যোগে প্রায় ২০০ জন আমন্ত্রিত রোজাদার এদিনের ইফতারে অংশগ্রহণ করেন। ইফতার এ মজলিসে এদিন উপস্থিত ছিলেন মেমারী পৌরসভার উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত, ফারুক আবদুল্লাহ, মুকেশ শর্মা ও জিতেন্দ্র সিং সহ দলীয় নেতৃত রা।