| |
|---|
সেখ সামসুদ্দিন, ২৪ ডিসেম্বরঃ ৮ কোটি টাকা ব্যয়ে জামালপুরে পথশ্রীর রাস্তা উদ্বোধন হয় আজ। রাস্তা উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ্ মেহেমুদ খাঁন, চকদিঘী অঞ্চল প্রধান অসীমা বাগ, জারোগ্রাম অঞ্চল প্রধান নূরজাহান বিবি,তাবারক আলী মন্ডল, আজাদ রহমান, আলাউদ্দিন শেখ সহ অন্যান্যরা। আজ যে চারটি রাস্তা উদ্বোধন হলো সেগুলি হলো ১) নারায়নপুর প্রাইমারি স্কুল থেকে মহিষগড়িয়া মন্ডলপাড়া যার দৈর্ঘ্য ১.৮ কিমি, ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা। ২) রামকৃষ্ণপুর দাসপাড়া থেকে মরা বাঁধ ভায়া বুড়ো পীরতলা যার দৈর্ঘ্য ২.১১৫ কিমি ও ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৯৩ লক্ষ টাকা। ৩) সোনারগড়িয়া থেকে জোরবাঁধ যার দৈর্ঘ্য ৫.৫ কিমি ও ব্যয় হয়েছে ২ কোটি ৫৫ লক্ষ টাকা। ৪) ধাপধারা বেড়ুতলা থেকে জোড়চাঁদ পর্যন্ত যার দৈর্ঘ্য ৩.৯ কিমি ও ব্যয় ২ কোটি ৮ লক্ষ টাকা। পথশ্রী প্রকল্পে এই রাস্তা গুলি পেয়ে সাধারণ মানুষ খুব খুশী। শুধু তাই নয় পথশ্রী ৪ প্রকল্পে আরো ২০ টি রাস্তা জামালপুরে উদ্বোধন হবে বলে জানা যা।


