জামাতের উদ্যোগে প্রতিবেশীর অধিকার বিষয়ক আলোচনা সভা

    আর এ মণ্ডল,ইন্দাস : সম্প্রতি ৩০ নভেম্বর ২০২৫- এ সকাল ১০টা ৩০মি. থেকে বেলা ১টা পর্যন্ত বাঁকুড়া জেলার প্রাচীন অন্যতম রসুলপুর হাই মাদ্রাসা (উঃ মাঃ)-এর সেমিনার হলে অনুষ্ঠিত হয় আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে প্রতিবেশীর অধিকার নিয়ে মনোগ্রাহী আলোচনা সভা। জামাতে ইসলামীর উদ্যোগ ব্যবস্থাপনা ও পরিচালনায় সারা দেশ ব্যাপী প্রচার পর্বের ২১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ছিলো শেষ দিন। এই প্রচার অভিযানের শেষ দিনেই সংগঠিত হলো উল্লেখ্য সভাটি-। জেলার সাংগঠনিক কর্মকর্তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব ও উদ্যোক্তা অধ্যাপক জিয়াউর রহমানের ঐকান্তিক প্রচেষ্টার ফল স্বরূপ সাফল্যের মুখ দেখলো ,-“আদর্শ প্রতিবেশী, আদর্শ সমাজ” আলোচ্য সভা। প্রারম্ভিক বক্তব্য রাখেন জিয়াউর রহমান। আমন্ত্রিত বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন ডাঃ মসিহুর রহমান আমীরে হালকা জামাতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ এবং মীযান সম্পাদক,ডঃ গোরাচাঁদ চক্রবর্তী প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বীজপুর এ বি উচ্চ বিদ্যালয়,আতাউর রহমান গভর্নমেন্ট আই টি আই কলেজ ইন্দাস,পাঁচকড়ি বটব্যাল প্রাক্তন প্রধান শিক্ষক কুণ্ডু পুষ্করিনী উচ্চ বিদ্যালয় এবং প্রধান পুরোহিত রসুলপুর দূর্গা মন্দির,মাওলানা তাহেরুল হক উপদেষ্টা মজলিশুল উলামা ওয়াল আয়িম্মা, নজরুল আলম ডি আর ডি সেল (আর পি) পূর্ব বর্ধমান, মাওলানা শরিফুল ইসলাম সম্পাদক বাঁকুড়া জেলা ইমাম পরিষদ এবং জামিয়া মিলিয়া ইসলামীয়ার প্রাক্তন অধ্যাপক সৈয়দ কুদরতে কামাল প্রমুখ। আলোচক বিশিষ্ট ব্যক্তিগণের বক্তব্য ছিল আদর্শ সমাজ গঠনের ভিত্তি অবশ্যই প্রতিটি মানুষের দায়িত্ব-কর্তব্য এর মধ্যে পড়ে। গোরাচাঁদ মহাশয় ও পাঁচকড়ি বটব্যাল মহাশয়দ্বয় সনাতন ধর্ম এর দৃষ্টিকোণ থেকে সকল সম্প্রদায়ের মানুষের প্রতি দায়ভার ব্যাখ্যা করেন।মাওলানা শরিফুল ইসলাম বলেন কুরআন মজীদ সর্ব স্তরের মানুষের জন্য চির কল্যাণকর। নজরুল আলম এবং আতাউর রহমান সাহেবের কথায় প্রতিবেশীর প্রতি সুন্দর ব্যবহার আদর্শ সমাজ গঠনের সহায়ক। নৈতিক, মানবিক মূল্যবোধ এর জন্য শিক্ষার প্রয়োজন।
    মাওলানা তাহেরুল হক বলেন যে,-কুরআন মজীদ এবং রসুলের জীবনাদর্শ সম্বলিত জীবন বিধান সর্ব কালে সকল মানুষের জন্য শান্তিপূর্ণ সমাজ গঠনে কল্যাণ মূলক মঙ্গলময় জীবনের কথা-। প্রতিবেশীর অধিকার হক শুধুমাত্র সমাজ এর মধ্যেই সীমাবদ্ধ নয় দেশ ছাড়িয়ে প্রতিবেশী দেশের প্রতিও ভাতৃ সুলভ আচরণ উত্তম ব্যবহার বিশ্ব এর জন্য কল্যাণকর। প্রধান বক্তা জানান যে,প্রতিবেশীর সাথে নৈকট্য আনতে হবে,কমাতে হবে সকল প্রকার দূরত্ব। সৌহার্দ্য ও সম্প্রীতির বাতাবরণ সৃষ্টির জন্য আদর্শ প্রতিবেশী আবশ্যক যা আদর্শ সমাজ গঠনের জন্য খুবই জরুরী। সভার সঞ্চালক ছিলেন রবিউল ইসলাম, জিয়াউর রহমান ও মুজিবর রহমান। অনুষ্ঠানটির অন্যান্য সহযোগিতার কাজ করেন মাস্টার হারুন সাহেব।
    মাওলানা আব্দুস সুকুরের কুরআন মজীদ পাঠ ও অনুবাদের মধ্য দিয়ে সভা শুরু এবং বিশ্ব শান্তি ও কল্যাণ কামনা করে প্রার্থনার মাধ্যমে সভা সমাপ্ত হয়।