জঙ্গিপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিলে যোগদিতে সাগরদিঘী থেকে বাইক মিছিল মসিউরের

রহমতুল্লাহ, সাগরদিঘী : বাংলাভাষীদের প্রতি কেন্দ্র সরকারের বৈষম্য ও বাঙালিদের প্রতি বিদ্বেষের প্রতিবাদে মঙ্গলবার জঙ্গিপুর শহরে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আয়োজিত এই মিছিলে শহর জুড়ে মুখর হয়ে ওঠে “বাঙালির অপমান চলবে না” স্লোগানে।

    এই প্রতিবাদ মিছিলে জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লক ও অঞ্চল থেকে তৃণমূল কর্মী ও সমর্থকেরা উপস্থিত হন। সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানের নেতৃত্বে সেখান থেকে এক বিশাল বাইক মিছিল বেরিয়ে আসে, যা মিছিলে নতুন মাত্রা যোগ করে। বাইকের পাশাপাশি গাড়িতে করেও বহু কর্মী মিছিলে অংশ নেন।

    প্রতিবাদ মিছিল শেষে অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা, যা ছিল আগামী একুশে জুলাই ধর্মতলায় শহিদ স্মরণে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে। সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, সহ একাধিক বিধায়ক ও জেলা নেতৃত্ব।

    নেতারা সভামঞ্চ থেকে ধর্মতলার সভায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বান জানান। একই সঙ্গে কেন্দ্রের নীতির বিরুদ্ধে বাঙালি স্বার্থে তৃণমূলের লড়াইকে আরও জোরদার করার বার্তা দেন।