জঙ্গিপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা

রহমতুল্লাহ, জঙ্গিপুর : বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার জঙ্গিপুর শহরে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করল জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষীদের প্রতি বিদ্বেষ ও বৈষম্যের বিরুদ্ধে এই কর্মসূচি নেওয়া হয় সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে।

    এদিন শহরের রাস্তায় বিক্ষোভ মিছিল করে তৃণমূল কর্মী-সমর্থকরা। “বাঙালির অপমান চলবে না”, “বাংলাভাষীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও” এই সব স্লোগানে মুখর হয় জঙ্গিপুর শহরে। মিছিল শেষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় একুশে জুলাই ধর্মতলা চলো কর্মসূচিকে সামনে রেখে।

    উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, লালগোলার বিধায়ক মহম্মদ আলী, সুতির বিধায়ক ইমানী বিশ্বাস, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান সহ জেলা নেতৃত্ব।

    নেতারা তাঁদের বক্তব্যে কেন্দ্রীয় সরকারের বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং ধর্মতলার সভায় ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানান। জেলায় প্রতিবাদ ও সংগঠন আরও শক্তিশালী করার দিকেও জোর দেন তাঁরা।

    এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেস তাদের সংগঠনের শক্তি ও জনসংযোগের বার্তা দিতে সক্ষম হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।