|
---|
রোদ্দুর ইসলাম:মেমারি : ১৯ জুন,অভিব্যক্তি পত্রিকার সম্পাদক ডালিয়া মুখার্জী, সভাপতি অজয় চক্রবর্তী উত্তর প্রদেশের গ্ৰেটার নয়ডা থেকে প্রকাশিত অভিব্যক্তির ভাষার মেলবন্ধন অনুষ্ঠান টি অনুষ্ঠিত হল কলকাতার শিয়ালদহের কৃষ্ণপদ মেমোরিয়াল হলে ১৯ জুন রবিবার বিকাল পাঁচটা থেকে। অভিব্যক্তি পত্রিকার তৃতীয় বর্ষের চতুর্থ সংখ্যা বৈশাখী সংখ্যাটি অবশ্য ১০ মে হিমাচল প্রদেশে প্রকাশ ঘটে গেছে।যাঁরা ঐ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নি, তাঁদের জন্য তথা কলকাতা এবং কলকাতা সংলগ্ন অভিব্যক্তি পত্রিকার কবি-লেখকদের জন্য এই মেলবন্ধনের ব্যবস্থা করা হয়, এদিন। এই সান্ধ্যকালীন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন স্বনামধন্য বর্ষীয়ান কবি কৃষ্ণা বসু। কবি কৃষ্ণা বসুর হৃদয়গ্ৰাহী প্রাঞ্জল বক্তব্য ও কবিতা পাঠের পরে তাঁর উপস্থিতিতে অভিব্যক্তির কবি-লেখকগণকে পত্রিকা, স্বারক, মেডেল, শংসাপত্র প্রভৃতি প্রদানের মাধ্যমে সন্মাননা জ্ঞাপন করা হয়। সন্মানীয় বরেণ্য কবি কৃষ্ণা বসু,ডালিয়া মুখার্জী,অজয় চক্রবর্তী,লক্ষী নারায়ণ চক্রবর্তী,কমল দে শিকদার, তুষার কান্তি মুখার্জী, বিশ্বনাথ ভট্টাচার্য্য, বিদ্যুৎ দাস, জগন্ময় মিত্র,সেখ হাসানুজ্জামান, সুফি রফিক উল ইসলাম, নীলাঞ্জন ভৌমিক, গৌতম দাশগুপ্ত,পত্রালি গুহ,শিঞ্জিনী বসু, সুজাতা বক্সী,দিব্যেন্দু ব্যানার্জী, শিবশঙ্কর বক্সী, দেবব্রত সরকার প্রমুখ প্রায় ষাট জন গুণীজনের উপস্থিতিতে অভিব্যক্তির মেলবন্ধন সুচারু হয়ে ওঠে।