|
---|
আয়ুব আলি উত্তর ২৪ পরগনা : আসন্ন উপ- নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের বারাকপুর তথ্য ও সংস্কৃতি দপ্তর জনগনকে ভোট দানে উৎসাহ দিতে এক অভিনব প্রচার চলছে এরকমই ২৩ শে অক্টোবর বিকালে নৈহাটি স্টেশন সংলগ্ন নৈহাটি পৌরসভার সামনে ব্যানার ফেস্টুন সড় কথা বলা পুতূলের মাধ্যমে সাধারন মানুষকে ভোট দিতে প্রচার চলছে।