|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : প্রতিবছরের ন্যায় এবছরও ৪৫তম সাগরদিঘীর কাবিলপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। বুধবার সকালে কাবিলপুর যুব সংঘের মাঠে পতাকা উত্তলন, পায়রা-বেলুন উড়িয়ে শুরু হয় এদিনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান।
খেলা শুরুর আগেই ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ এবং মশাল হাতে মাঠ পরিক্রমা করানো হয়। ছাত্রছাত্রীরা মোট ৪৩ টি খেলায় অংশ নেয় যেমন- ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, বস্তা দৌড়, চামচ গুলি দৌড়, অঙ্ক দৌড়, হাই জাম্প, লংজাম্প, মোরগ লড়াই, মিউজিক্যাল চেয়ার ইত্যাদি। এদিনের ক্রীড়া অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের যেমন খুশি সাজো ইভেন্ট ছিল চোখে পড়ার মতো।
উপস্থিত ছিলেন আলহাজ জিল্লুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান, নূর মহম্মদ, প্রধান শিক্ষক মজিবুর রহমান, আব্দুর রহিম, নূরুল আমিন, ওবাইদুর রহমান, আব্দুর রাজ্জাক, আসাদুল্লাহ, মৃত্যুঞ্জয় সরকার, আব্দুল মালেক প্ৰমুখ।
খেলা শেষে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমগ্র ক্রীড়া অনুষ্ঠানটি সুচারু রূপে সঞ্চালনা করেন মুর্শিদ সারওয়ার জাহান ও আব্দুর রউফ।