কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও পত্রিকা প্রকাশ।

নিজস্ব সংবাদদাতা, ডোমকল : গত ১ জুন ২০২৪, শনিবার ডোমকল স্পোটিং ক্লাবের হল ঘরে প্রকাশিত হল বিভাস বিশ্বাস সম্পাদিত পত্রিকা “সাম্পান”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইজিদ হোসেন। অনুষ্ঠান শুরু হয় কাজী নজরুল ইসলামের ছবিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানিয়ে। শুরুতে স্বাগত ভাষণ দেন ‘সাম্পান’ পত্রিকার নির্বাহী সম্পাদক রাশিদুল বিশ্বাস। সংবর্ধিত হোন নজরুল গবেষক ইউসুফ আলি। কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে নিয়ে আলোচনা করেন নজরুল গবেষক মদন সরকার। পত্রিকা প্রকাশের পর সম্পাদক বিভাস বিশ্বাস বলেন, দুটো সংখ্যা প্রকাশের পর মানুষ যে উৎসাহ দেখিয়েছেন তারজন্য আপ্লুত।
এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন রীতম বিশ্বাস ও কল্যাণ পাল। কবিতা পাঠ করে আমান বিশ্বাস, আয়ান আহমেদ, অভিরুপ বিশ্বাস ও অমল কুমার সাহা প্রমুখ। উপস্থিত ছিলেন উর্বনমন পত্রিকার সম্পাদক রেজাউল করিম, গল্পকার এম নাজিম, শুকদেব পাল, এস হজরত আলি, জিয়ারুল হক, শাহনওয়াজ বিশ্বাস প্রমুখ কবি-সাহিত্যিক।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রনাট্যকার তানবির কাজি।