|
---|
মিজানুল কবির, কলকাতা: অভিনয় সংলাপ সহ বা সংলাপবিহীন অন্য একটি চরিত্রের আবেগ প্রকাশ। সাজগোজ করে কৃত্রিম অঙ্গভঙ্গি করে অন্য একটি চরিত্রের অণুরকরণ করাই কেই বলা হয় অভিনয়।
রাজনীতি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিছুসংখ্যক ব্যাক্তির সমন্বয়ে গঠিত একটি দল পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে। সাধারণ ভাবে নাগরিক সরকার পরিচালনাকেই রাজনীতি বলা হয়।
নির্বাচনে বলিউড স্টারদের হয়েছে জয়জয়কার।বলিউডে নায়ক-নায়িকার রাজনীতিতে নামার মিছিলটি অনেক বড়। সুপারস্টার সুনীল দত্ত, ধর্মেন্দ্র, বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহা, গোবিন্দ ও দক্ষিণের জয়ললিতা রাজনীতিতে সক্রিয় ছিলেন।
পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে আগেভাগেই দেখা মিলেছে সন্ধ্যা রায়, তাপস পাল, শতাব্দী রায়, দেব, মুনমুন সেন, লকেট চ্যাটার্জির মত অভিনেতা – অভিনেত্রী দের। তারা অনেকটাই সফল হয়েছেন।
সেই ধারাবাহিকতা বজায় রাখতেই কি এহেনো সিদ্ধান্ত মমতা ব্যানার্জির?
অপেক্ষার অবসান ঘটিয়ে আজ তৃণমূলের তরফে লোকসভা ভোটের প্রার্থী তালিকায় ঠাই মিলেছে অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানের। যাদবপুর থেকে মিমি এবং বসিরহাটে নুসরাত তৃণমূলের প্রার্থী হচ্ছেন।