কাজী সব্যসাচী র ৯৬ তম জন্মোৎসব

আয়ুব আলি – নতুন গতি : কাজী নজরুল ইসলামের পুত্র অগ্নিবীণা র প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত প্রবাদপ্রতিম আবৃত্তি জগতের নক্ষত্র কাজী সব্যসাচী র ৯৬ তম জন্মদিন উপলক্ষে পশ্চিম বঙ্গ বাংলা একাডেমী র সভাকক্ষে অনুষ্ঠিত হল অগ্নিবীণা র শ্রদ্ধাঞ্জলি। ৯ই অক্টোবর কাজী সব্যসাচী র ৯৬তম জন্মদিনে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন কাজী সব্যসাচী র কন্যা বাংলাদেশ নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের মাননীয়া চেয়ারম্যান খিলখিল কাজী। কথায় কবিতায় বিশিষ্ট আবৃত্তিকার/ বাচিক শিল্পী : বিজয়লক্ষ্মী বর্মন, দেবাশীষ বসু সহ আরো অনেক বাচিক শিল্পী গন। অগ্নিবীণা র শিল্পী রা আবৃত্তি ও সঙ্গীতের মাধ্যমে (বিশেষত নজরুলের কবিতা ও গানের পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগ্নিবীণা র সভাপতি চুনিলাল মুখোপাধ্যায় ও সম্পাদক রবীন মুখোপাধ্যায় ছিলেন মহ: ইনাস উদ্দিন, আব্দুল কাইয়ুম, নজরুল চর্চা কেন্দ্র(বারাসাত)র প্রচার সচিব আয়ুব আলি প্রমুখ। অনুষ্ঠানে র সঞ্চালনায় ছিলেন নিমাই মন্ডল, বিপ্লব গাঙ্গুলি, পৌলমী মোদক, অদিতি শীল।