কালিয়াচক চৌরঙ্গীতে পরিযায়ী শ্রমিকদের জন্য জল ও খাবারের ব্যবস্থা করলো ‘নতুন আলো’ সংগঠন

কালিয়াচক চৌরঙ্গীতে পরিযায়ী শ্রমিকদের জন্য জল ও খাবারের ব্যবস্থা করলো ‘নতুন আলো’ সংগঠন

    নতুন গতি প্রতিবেদক : পুরো দেশ জুড়ে চলছে লকডাউন। তার শেষ কবে সেটা এখনো সবার অজানা। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পরিজায়ী শ্রমিকেরা পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে নিজের নিজের বাড়ি ফিরছে। আমাদের রাজ্যও পিছিয়ে নেই, এই রাজ্যের শ্রমিকেরাও খুব কষ্টে কোনোরকম নিজের নিজের বাড়ি ফিরছে। কেউ পায়ে হেঁটে তো কেউবা সাইকেল চালিয়ে।

    গতকাল বর্ধমান থেকে বালুরঘাট পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন কিছু শ্রমিক। প্রায় ৩৩০ কিলোমিটার পথ তারা পায়ে হেঁটে অতিক্রম করে বাড়ি ফেরে। তাদের দেখতে পান কালিয়াচকের ‘নতুন আলো’ বলে এক স্বেচ্ছাসেবী সংগঠন। কালিয়াচকের চৌরঙ্গী মোড়ে তারা তাদের দাড় করিয়ে শুকনো খাবার ও জলের ব্যাবস্থা করে এবং রাত্রে থাকা ও খাবারের ও ব্যাবস্থা করে।

    নতুন আলো সদস্য আমিনুল ইসলাম বলেন “বহু দুর দুর থেকে শ্রমিকেরা পায়ে হেটে আসছেন, তাদের কথা মাথায় রেখে আমরা কালিয়াচকের চৌরঙ্গী মোড়ে একটা হেল্প ডেস্ক বসিয়েছি এবং তাছাড়া আজ থেকে রোজা শুরু হয়েছে অনেকে রোজা থাকা ব্যাক্তি যেন সময়ে সেই জায়াগা অতিক্রম করলে সে জল ও শুকনো কিছু খেয়ে ইফতার করতে পারে সেই দিকেও নজর দিয়ে আমরা এই হেল্প ডেস্ক বানিয়েছি। পুলিশ প্রশাসন থেকে বিধায়ক সকলের সাধুবাদ জানিয়েছেন এই উদ্যোগকে।