|
---|
নতুনগতি ওয়েব ডেস্কঃ তাপস পালের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত। মঙ্গলবার সকালে তাপস পালের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর ট্যুইট করেন মাধুরী।ট্যুইটে মাধুরী লিখেন, ‘আমার কেরিয়ারের শুরুর দিকে তাঁর সঙ্গে অভিনয় করেছি৷তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকাহত৷তাঁর আত্মার শান্তি কামনা করি৷পরিবারকে সমবেদনা জানাই৷’
বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছিলেন তাপস পাল৷ ১৯৮৬ সালে রাজশ্রী প্রোডাকশনের ছবি ‘অবোধ’-এ নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তাপস পাল৷ বলিউডে প্রথম ও শেষ ছবি এটিই ছিল তাপসের। তারপরেও বহুবার সুযোগ আসলেও তিনি আর বলিউডে আর কোনও ছবি করেননি।কিন্তু বলিউডে না করলেও বাংলা ছবির জগতে মহানায়কের পরেই তার স্থান ছিল।ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল তাপসের। কলেজে পড়াকালীন অভিনয়ে আসা তাপসের।
সম্প্রতি, কলকাতায় এক ছবির প্রমোশনে এসেছিলেন মাধুরী। সেখানে কাজের সূত্রে তাপসও গেছিলেন।স্টেজ থেকে তাপসকে দেখে নাম ধরে ডাকতে থাকে মাধুরী।সেই ঘটনায় সকলেই তাজ্জব হয়ে গিয়েছিল।তারপর যতবারই কাজের সূত্রে কলকাতায় এসেছিলেন মাধুরী দীক্ষিত।তত বারই তাপসের সঙ্গে দেখা না করে যান নি তিনি।