কংগ্রেস কর্মী বাড়ি ভাঙচুরের অভিযোগ সামসেরগঞ্জে

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : আবারও শিরোনামে তৃণমূল কংগ্রেসের ধুলিয়ান টাউন সভাপতি মেহেবুব আলম।প্রথমত তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল পানিতে বিষ মিশিয়ে দেব বলে হুঁশিয়ারি দিয়েছিল জনগণকে। দ্বিতীয়ত দল বিরোধী ও তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ খলিলুর রহমানের বিরুদ্ধে বিষোদগার। সভাপতি খলিলুর রহমান তাকে শোকজও করেন।তার বিরুদ্ধে ঔদ্ধত্য পূর্ণ আচরণের একাধিক অভিযোগ। এবারে আবার তার আচরণে আতঙ্কিত এলাকাবাসী। এলাকাবাসী জানিয়েছেন, পূর্ব আক্রোশ বশতঃ রাতের অন্ধকারে কংগ্রেস কর্মীদের বাড়িতে আক্রমন করার অভিযোগ উঠলো ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি মেহবুব আলম ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সামসেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ২ নম্বর ওয়ার্ডে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। বিষয়টি নিয়ে সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পরিবারের সদস্যরা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন কংগ্রেস কর্মীরা।