|
---|
সংবাদদাতা : হুগলির খানাকুলের বিভিন্ন জায়গায় পবিত্র রমজান মাসে অসহায় দুঃস্থ মানুষের মধ্যে রোজার সামগ্রী তুলে দেন জেলা পরিষদের সদস্য মুন্সী নজিবুল করিম ।তিনি বলেন লকডাউন হওয়ার পর থেকে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের অবস্থা খুবই শোচনীয়, কাজের জন্য বাইরে থেকে আসতে পারছে না, যারা বেসরকারিতে চাকরি করে বা মধ্যবিত্ত পরিবারের কাছে পবিত্র রমজান মাসে কোন কিছু চাওয়া তাদের পক্ষে লজ্জার। সেইজন্য তাদের পরিবারের পাশে ও ১৫০জন মানুষকে কিছু ফলমূল ও ছোলা,বেসন,খেজুর, চিনি,ইফতার গোপনে দেওয়া হয়।, পাশাপাশি জেলা পরিষদের সদস্য মুন্সী নজিবুল করিম বলেন রমজান মাসে তারাবীহ নামাজ বাড়িতে আদায় করুন, সরকারি নির্দেশ ও সামাজিক দুরত্ব বজায় রাখুন, মহান স্রষ্টার দরবারে বিশ্ব শান্তি মানব কল্যাণে র জন্য দোয়া করবেন ।