|
---|
হাসান লস্কর : মথুরাপুর,দক্ষিণ ২৪ পরগনা শিশু সন্তানকে নিয়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য জয়নগর দুই ব্লকের বেলে দুর্গানগর অঞ্চলের খোলাখালি এলাকায়।
অভাবের কারণে সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক অশান্তি। আর তার ওই জেরে শিশু সন্তানকে নিয়ে টেনে কাটা পড়ে মৃত্যু হল এক গৃহবধূর। দোসরা জুন রবিবার সকাল নটা নাগাদ মথুরাপুর রেলস্টেশনের সন্নিকটে। জয়নগর দুই ব্লকের খোলাখালি এলাকার আজহার মোল্লার সাথে রায়দিঘির কৌতলা এলাকার তুহিনা মোল্লার সাথে বছর তিনেক আগে তাদের বিয়ে হয়। মূলত আজাহার ঠিকমতো কাজকর্ম না করায় তুই না বারে বারে তাকে খোটা দেয় আর এতেই নিত্যদিন তাদের সংসারে অশান্তি ও ঝগড়া লেগেই থাকতো তুহিনা মোল্লা ও তার শিশুসন্তান তানবির মোল্লা কে সঙ্গে নিয়ে যার বয়স আড়াই বছর স্বামী আজাহার মোল্লাকে জানিয়ে বাপের বাড়ি কাশিনগরের উদ্দেশ্যে যায় ওই গৃহবধূ। তিনি কাশিনগর এলাকায় না গিয়ে মথুরাপুর স্টেশন এলাকায় শিশুসন্তান কে নিয়ে ট্রেনে কাটা পড়ে। আরে নিয়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কিভাবে এই গৃহবধূ ও তার সন্তানের মৃত্যু তারও তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই মৃত্যুর বিষয় নিয়ে গৃহবধূর বাবা জানালেন আমার মেয়েকে তারা অতিষ্ট করে এবং ওদের সংসারে ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। এই মৃত্যুর বিষয় আজহার মোল্লার মা জানালেন আমার দুই সন্তান আজ আর ও তা আসছি, সুখেই দিন কাটছিল কিভাবে এমন ঘটনা ঘটলো তা শুনে আমরা মর্মাহত। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।