কৃষ্ণরামপুরে ফুটবল খেলায় জয়ী কৌচা

আজিজুর রহমান,গলসি : গলসি ১ নং ব্লকের কৃষ্ণরামপুরে মা মাটি মানুষ ক্লাবের উদ্যোগে এম.পি চ্যালেঞ্জ ক্যাপ ২০২৪ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হলো। তাদের খেলা এবছর ১০ তম বর্ষে পদার্পণ করলো। প্রতিবছরের ন্যায় এবছর গান্ধী জয়ন্তী অর্থ্যাৎ ২রা অক্টোবর রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে ফুটবল প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়। ওই দিন প্রতিযোগিতার উদ্বোধন করা হলেও আবহাওয়া খারাপের জন্য খেলা স্থগিত রাখা হয়েছিল। তবে এদিন খেলার আনুষ্ঠানিক সুচনা করা হয়। প্রথমে ক্ষুদে পড়ুয়ারা জাতীয় পতাকা নিয়ে মাঠ পরিদর্শন করে। তাদের সাথে পা মেলান আগত অতিথি সহ ক্লাবের কর্মকর্তারা। এরপর অতিথি বরণ সহ জাতীয় পতাকা ও তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করে খেলা শুভ সূচনা করা হয়। খেলা শুরু হতেই বৃষ্টি হলেও খেলা দেখতে আসা দর্শকরা মাঠে ঠাঁই দাড়িয়ে খেলা উপভোগ করেন। উদ্বোধনী খেলায় শিড়রাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে কৌচা আলাপি সংঘ মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে কৌচা আলাপি সংঘের খেলোয়াড় রাকেশ কর্মকার একটি গোলে দলকে এগিয়ে দেন। শিড়োরাই বেশকিছু গোল করার জয়ের সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত গোল করতে ব্যার্থ হয়। ফলে কৌচা আলাপি সংঘ ১-০ গোলে জয়লাভ করে। খেলার সেরা হন কৌচার রাকেশ কর্মকার।