|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেস ও ১০নং ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেমারি শহরের জনবহুল বাজার এলাকায় কোভিড সচেতনতায় প্রচার করা হয়। একইসঙ্গে যাদের মুখে মাস্ক ছিল না তাদের হাতে একটি করে মাস্ক তুলে দেওয়া হয়। মেমারি পুরাতন তরকারি বাজার থেকে এই কর্মসুচি শুরু করা হয়। উপস্থিত ছিলেন শহর সহ সভাপতি সেখ আরিফ নাওয়াজ, সম্পাদক সৌভিক রায়, সম্পাদক সেখ নাজির, ১০নং ওয়ার্ড যুব সভাপতি সেখ সাজিদ, শুভাশিষ ঘোষদস্তিদার, সেখ সামির, সেখ রাকেশ সহ সদস্যবৃন্দ।