মহারাণী কোঙারের স্মরণে রক্তদান শিবির

নূর আহমেদ, মেমারি : ৯ মার্চ সিআইটিইউ মেমারি ১ পূর্ব এরিয়া সমন্বয় কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির মেমারির কালসি বাজারে রক্তদান শিবির অনুষ্টিত হয়। রক্ত সংগ্রহে সহযোগিতা শহীদ শিবশঙ্কর সেবা সমিতি। শিবির উদ্বোধন করেন সিআইটিইউ কেন্দ্রীয় কমিটির সদস্য সুকান্ত কোঙার। শিবিরে মোট ৩০ জন রক্তদান করেন। রক্তদাতাদের সারাক্ষণ উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার সম্পাদক মন্ডলীর সদস্য অভিজিৎ কোঙার। সিপিআইএম প্রাক্তণ বিধায়ক তাপস চ্যাটার্জী। সুনীল বনিক, হাসিবুল মন্ডল, অরিত্র মুখার্জী। শিবির থেকে অভিজিৎ কোঙার জানান গ্রীষ্মকালে এপ্রিল মে জুন মাসে রক্তের সংকট দূর করতে সমস্ত রক্তদাতা বন্ধ সংগঠকদের এই সময় রক্তদান শিবিরে আয়োজন করার জন্য অনুরোধ করেন।

    নতুন গতি

    News Publication