মাঝরাতে প্রাক্তন প্রেমিকাকে পরিবারসহ পুড়িয়ে মারার চেষ্টা রাজনগরে, ধৃত এক ব্যক্তি

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরের মুরাদগঞ্জ গ্রামের পাশে একটি পোল্ট্রি ফার্মে মাঝরাতে প্রাক্তন প্রেমিকাকে পরিবার সহ পুড়িয়ে মারার চেষ্টা করল এক ব্যক্তি, ধৃত ঐ ব্যক্তিকে রবিবার আদালতে তোলা হল রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে।
    রাজনগর থানার অন্তর্গত ভবানীপুর অঞ্চলের মুরাদগঞ্জ গ্রামের পাশে একটি পোল্ট্রি ফার্মে রাত্রে বেলায় স্ত্রী পুত্র সহ ঘুমিয়ে ছিলেন মুরাদগঞ্জের এক ব্যক্তি। রাত্রি দুটো আড়াইটা নাগাদ ঘুমন্ত অবস্থায় পোড়া কোন কিছুর গন্ধে তার ঘুম ভাঙ্গে গুড় মুড়িয়ে উঠে পড়েন তারা সে সময়েই এক ব্যক্তিকে তিনি পালাতে দেখেন। এরপর গ্রামের সিভিক সহ প্রতিবেশীদের ফোনে খবর দিলে তাদের চেষ্টায় অভিযুক্ত ধরা পড়ে। জানা গেছে ধৃত ওই ব্যক্তির নাম কৃষ্ণ কোনাই। তার বাড়ি দুবরাজপুরের বৈদ্যনাথপুরে। কৃষ্ণ কোনাই এর স্কুলে পড়ার সময় এক যুবতীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সে সম্পর্ক বেশিদিন টেকেনি। পরে দুইজনেরই আলাদা আলাদা জায়গায় বিয়ে হয়ে যায়। ওই যুবতীর বিয়ে হয় রাজনগরে। কিন্তু এরপর কৃষ্ণ কোনাই ফের ওই যুবতীর সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করে। যুবতী বাধ্য হয়ে স্বামী ছেলে সহ নিজের বাড়ি ছেড়ে তার স্বামীর পোল্ট্রি ফার্মে রাত্রিযাপন করতে থাকে। এই খবরও কোনরকমে পেয়ে যায় কৃষ্ণ কোনাই। সে প্রেমে ব্যর্থ হয়ে প্রাক্তন প্রেমিকা সহ তার স্বামী ও ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ ।
    অবশেষে রাজনগর থানার সিভিক ও গ্রামবাসীদের চেষ্টায় কৃষ্ণ কোনাই ধরা পড়ে। রাজনগর থানার পুলিশ কৃষ্ণ কোনাইকে রবিবার আদালতে পেশ করে।