প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের বৈঠকে কলকাতা হাইকোর্টে বিচারপতির কম সংখ্যা এবং বিচারাধীন মামলার বিষয়টি উত্থাপন

নিজস্ব প্রতিবেদক:- প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের বৈঠকে কলকাতা হাইকোর্টে বিচারপতির কম সংখ্যা এবং বিচারাধীন মামলার বিষয়টি উত্থাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জানা গিয়েছে, যে জায়গায় সংবাদকর্মীদের রাখা হয়েছিল, সেখানে সভার অডিও শোনা যাচ্ছিল এবং সম্ভবত সেই বিষয়টি জানতেন না আধিকারিকরা। সেই সময়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে বলতে শোনা যায়।  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, আদালত চত্বর কম পড়ছে। আদালতের ঘরগুলিও ছোট এবং কম। ৭২ জন বিচারপতির পরিবর্তে ৩৮ জন কর্মরত রয়েছেন। অন্যদিকে দেশেরপ্রধান বিচারপতি এন ভি রমানা বলেন, হাইকোর্টে জায়গা, ভবন ও পরিকাঠামোর অভাব রয়েছে। এলাহাবাদ হাইকোর্টে পার্কিংয়ের ঘাটতি রয়েছে। মাল্টিলেভেল পার্কিংয়ের প্রয়োজন। আইনজীবীদের চেম্বারও কম রয়েছে। পাশাপশি এলাহাবাদ হাইকোর্টের দুর্বল পরিকাঠামোর কথা উল্লেখ করেন সেখানকার প্রধান বিচারপতিও।  শুধ তাই নয়, এদিন বিচারপতিদের শূন্যপদ পূরণের ধীর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগ। আবার বিচারাধীন মামলা বা পেন্ডিং কেস নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় সরকারকেও। এদিকে ইতিমধ্যেই অডিও লিকেজের খবর পেয়ে যান আধিকারিকরা। তারপরেই এক অফিসার সংবাদমাধ্যমের ঘরে পৌঁছে টেকনিক্যাল কর্মীদের ডেকে দ্রুত অডিও মিউট করার নির্দেশ দেন।