মেমারী খাঁড়ো যুবক সঙ্ঘের পরিচালনায় সম্প্রীতি কাপ ক্রিকেট প্রতিযোগিতা

সংবাদদাতা : ২৯শে ডিসেম্বর,রবিবার, মেমারী খাঁড়ো যুবক সঙ্ঘের পরিচালনায় ডাক্তার বিপ্লব চ্যাটার্জী স্মৃতি সম্প্রীতি কাপ ক্রিকেট প্রতিযোগিতার। শেষ কোয়ার্টার ফাইনালে প্রথমে ব্যাট করে মহেশ ডাঙ্গা ক্যাম্প একাদশ ১৬ ওভারে ৯উইকেটের বিনিময়ে ৬ উইকেটে ১৫১রান সংগ্রহ করেন। জবাবে হাট গোবিন্দপুর রাইজিং স্টার ১৬ ওভারে সমস্ত উইকেটে বিনিময়ে ১৪৩রান তোলেন। ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের সঞ্জয় মজুমদার। ৩৫বলে ৪৭রান করেন ও ২টো উইকেট নেন। শেষে পুরস্কার দেওয়া হয়।