|
---|
নূর আহমেদ,মেমারি : ৯ ফেব্রুয়ারি ২০২৫ইসলামে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীশিক্ষার বিকল্প নেই। বিশেষ করে একটি পরিবারকে সুশিক্ষিত করে তুলতে হলে শিক্ষাক্ষেত্রে নারীকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। আর সেই ইসলাম জ্ঞানের আলোকবর্তিকা দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে মেমারি মাহাবুবিয়াহ মাদ্রাসাতুন বানাত -বালিকা মাদ্রাসা। রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাশিয়াড়ায় বালিকা মাদ্রাসাতে দোয়ার মজলিশ ও ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হল। মেমারি সহ তদসংলগ্ন এলাকার দ্বীনি মানুষ মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন হাজী মৌলানা আসরফ আলি উপস্থিত শ্রোতাদের বলেন জ্ঞানার্জনের কোনো বিকল্প ইসলামে নেই। ইসলামে নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মেমারি মাহাবুবিয়াহ মাদ্রাসাতুন বানাত বালিকা মাদ্রাসার সভাপতি মহম্মদ রায়হান বলেন, বালিকা মাদ্রাসাটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠা হয়েছে। বিগত ২৮ বছর ধরে ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হয় মেয়েদের। বর্তমান শিক্ষাবর্ষে ৮ জন শিক্ষিকা ২৫৮ জন ছাত্রীকে ইসলামিক শিক্ষায় শিক্ষাদান করছেন।
বালিকা মাদ্রাসার সম্পাদক সেখ আয়নাল হক জানান, সম্পূর্ণ মহিলা পরিচালিত এই মাদ্রাসা এলাকার দ্বীনি ভাই সহ অন্যান্য নাগরিকদের দানে পরিচালিত হয় মাহাবুবিয়াহ মাদ্রাসাতুন বানাত বালিকা মাদ্রাসা। বার্ষিক অনুষ্ঠানে দোয়া মজলিস ছাড়াও বিগত বছরের হিসাব পেশ করা হয়।