খরদো অঞ্চলে পথশ্রী প্রকল্পের রাস্তার শুভ উদ্বোধন

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- সামনে পঞ্চায়েত ভোট, গ্রাম বাংলার রাস্তা ঘাট অবস্থা কিছুটা খারাপ।আর সেই পঞ্চায়েত ভোটে গ্রাম বাংলার ভোটারদের যাতে ক্ষোভ সৃষ্টি না হয় সেই লক্ষ্যে মঙ্গলবার সারা পশ্চিম বঙ্গে বিভিন্ন গ্রামের ১২ হাজার কিলোমিটার রাস্তা পুননির্মাণ, রাস্তা মেরামত,রক্ষণাবেক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন। সেই মত ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকে খরদো অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি রাস্তার শিলান্যাস করলেন বলে সূত্র মারফত জানা গেছে। সেই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন,২নম্বর ব্লকের যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন, সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা,২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কালীদাস প্রমাণীক, জেলা পরিষদের সদস্যা ওহিদা রহমান গায়েন,যুব নেতা কবিরুল ইসলাম শেখ ,মইদুল ইসলাম,শিপ্রা কাঠাল, সহ আরো অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। খরদো গ্রাম পঞ্চায়েত এলাকার পল্লীশ্রী সংঘ থেকে আবু মোল্লা বাড়ি পর্যন্ত প্রায় ৩ লক্ষ ৪০ হাজার টাকা ব্যায়ে এই রাস্তা নির্মাণ হবে বলে জানা গেছে। ব্লক সভাপতি অরুময় গায়েন রাজ্য সরকারকে প্রসংশা করেন, এবং তিনি বলেন সারা পশ্চিমবাংলার পাশাপাশি ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের পাশাপাশি খরদো গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলার রাস্তাঘাটের উন্নয়নের জন্য আজ মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি রাস্তাগুলি শিলান্যাস করেন।এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় রূপায়িত করায় ও দীর্ঘদিনের দাবি সফল হওয়ায় স্থানীয় বাসিন্দারা খুবই খুশি এবং গ্রাম পঞ্চায়েত ব্লক প্রশাসন ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।