|
---|
আর এ মণ্ডল,ইন্দাস : আজ ২৮ মার্চ ২০২৩ মঙ্গল বার রাজ্য ব্যাপী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী পথশ্রী/রাস্তাশ্রী স্কীম এর ভার্চুয়্যাল উদ্বোধন করেন। রাজ্যবাসীর সার্বিক কল্যাণ মূলক উন্নয়নের স্বার্থে এ’এক উল্লেখযোগ্য স্কীম। সেই সুত্রে বাঁকুড়া জেলার সকল পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েতের অধীন নির্দিষ্ট রাস্তাগুলিরও উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেলো। ইন্দাস ব্লকের অন্তর্গত রোল জি পি-র পথশ্রী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত বিশিষ্টজনেরা হলেন জয়েন্ট বিডিও শিবাশীষ রায়,রোল জি পি-র প্রধান বাসুদেব বাগ্দি,ইঞ্জিনিয়ার শিবাজী চ্যাটার্জি,এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট উত্তম কুমার মণ্ডল, সেক্রেটারি প্রদীপ কুমার মাঝি এবং রোল তৃণমূল শাখা সম্পাদক সেখ আলো প্রমুখ। উদ্বোধন হওয়া রাস্তার বিবরণ যথা,- রোল জি পি-র অধীন নলডাঙ্গা বাস স্টপ এর উত্তর দিকের রাস্তা এবং ইন্দাস ব্লকের দীর্ঘ সময়ের বঞ্চিত ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তার শেষাংশ তথা রোল চৌধুরী মুহাম্মাদ তৈয়ব ইনস্টিটিউটশন থেকে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের দাশপুকুর গ্রাম পর্যন্ত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক মাণিক ঘোষ এবং সঞ্চালক ছিলেন বিশিষ্ট ব্যাক্তি নজরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটির আয়োজক ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন রোল টি এম সি-র
শাখা সংগঠনের ব্যাক্তিবর্গ।